Selected 30 Problems of Arithmetic | পাটিগণিতের বাছাই করা ৩০ টি সমস্যা

Selected 30 Problems of Arithmetic বিভিন্ন ধরনের চাকুরির পরীক্ষায় আসা পাটিগণিতের প্রশ্নের একটি ছোট্ট নমুনা। একটি সম্পূর্ণ প্রস্তুতির জন্য আপনাকে আরও ব্যাপকভাবে অনুশীলন করতে হবে।

Math Mock Test Competitive exam

Selected Important Arithmetic Prblems

Very Important 30 problems on arithmetics those give a clear idea about question pattern of compititive examination.

Practice for Competitive Exam | চাকুরির পরীক্ষার জন্য প্রস্তুতি

Selected 30 Problems of Arithmetic বিভিন্ন ধরনের চাকুরির পরীক্ষায় আসা পাটিগণিতের প্রশ্নের একটি ছোট্ট নমুনা। একটি সম্পূর্ণ প্রস্তুতির জন্য আপনাকে আরও ব্যাপকভাবে অনুশীলন করতে হবে।

কেন পাটিগণিতের বাছাই করা ৩০ টি সমস্যা গুরুত্বপূর্ণ?
Understanding Question Type:

এই পাটিগণিতের বাছাই করা ৩০ টি সমস্যা আপনাকে বিভিন্ন ধরনের পাটিগণিতের প্রশ্নের সাথে পরিচয় করিয়ে দেবে যা সাধারণত চাকুরির পরীক্ষায় আসে।

Featured Image

Welcome to your Selected Arithmetic Problems

1. দুটি সংখ্যার গসাগু 15 এবং লসাগু 180 । সংখ্যা দুটির সমষ্টি 105 হলে, সংখ্যা দুটি কিকি?

2. একটি পাত্রে দুধ ও জলের অনুপাত 3 : 1 । এই পাত্র থেকে কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে দুধ ও জলের অনুপাত সমান হবে?

3. একটি নৌকা স্রোতের অনুকুলে 13 কিমি যেতে যা সময় নেয়, স্রোতের প্রতিকুলে 7 কিমি যেতে তত সময়ই নেয়। যদি স্রোতের বেগ 3 কিমি/ঘণ্টা হয় তবে স্থির জলে 44.8 কিমি যেতে ওই নৌকার কত ঘণ্টা সময় লাগবে?

4. একটি নির্বাচন ক্ষেত্রের 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন। যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট বাতিল হয়। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি 9261 ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটার কত?

5. কোন দ্রব্যের মূল্য 15% বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় 20% কমে গেল। এর ফলে ব্যবসায়ে কি প্রভাব পড়ল?

6. এক ব্যক্তি 480 টাকায় একটি বিক্রয় করায় তাহার 4% ক্ষতি হল। ঘড়িটির ক্রয়মূল্য 100 টাকা কম হলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হত?

7. 12টি পেন ও 5টি পেন্সিলের মোট দাম 111 টাকা। আবার 1টি পেনের চেয়ে 1টি পেন্সিলের দাম 5 টাকা কম। তাহলে 8টি পেন এবং 9টি পেন্সিলের দাম কত?

8. কোনো এক পরীক্ষায় একটি ছাত্র গড়ে 64 নম্বর পেয়েছে। যদি সে অঙ্কে 18 নম্বর বেশি পেত এবং ইংরাজিতে 4 নম্বর বেশি পেতো তাহলে গড় নম্বর 66 হত। পরীক্ষায় তাহলে কতগুলি পেপার ছিল?

9. কোনো পরীক্ষায় 80% ইংরাজিতে এবং 85% গণিতে পাশ করেছে, কিন্তু উভয় বিষয়ে 75% পাশ করেছে। যদি মাত্র 45 জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষা দিয়েছিল?

10. এক ব্যবসায়ী 800 টাকায় কিছু চিনি কিনে সেটার 3/4 অংশ 20% ক্ষতিতে বিক্রি করে। বাকি অংশ শতকরা কত লাভের হারে বিক্রয় করলে মোটের ওপর 5% ক্ষতি হবে?

11. A ও B পৃথকভাবে একটি কাজ যথাক্রমে 20দিনে ও 12 দিনে করতে পারে। A একা 4 দিন কাজ করার পর B কাজে যোগ দেয় এবং বাকি কাজ তাঁরা একত্রে সম্পন্ন করে। কাজটি মোট কত দিনে শেষ হবে?

12. এক ব্যক্তি বিশ্রাম ছাড়া কোনো স্থান 80 কিমি/ঘণ্টা গড় গতিবেগে এবং বিশ্রামসহ 60 কিমি/ ঘণ্টা গড় গতিবেগে অতিক্রম করেন। ওই ব্যক্তি প্রতি ঘণ্টায় কত মিনিট বিশ্রাম নেন?

13. এক ব্যবসায়ী 10 টাকায় 11 টি খেলনা কিনে 11 টাকায় 10 টি করে বিক্রয় করেন। তার লাভের হার কত?

14. যদি 6 মাস অন্তর সুদ আসলের সাথে যুক্ত হয় তবে বার্ষিক 10% হার সুদে 6400 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ কত?

15. কত টাকার 10% হার সুদে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 93 টাকা?

16. 48 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের কত লিটার দুধ মেশালে 36 টাকা লিটার দরে বিক্রি করা যাবে?

17. 1 জন পুরুষ বা 2 জন স্ত্রীলোক বা 4 জন বাল্ক একটি কাজ 56 দিনে শেষ করতে পারে। অনুরুপ একটি কাজ 1 জন পুরুষ, 1 জন স্ত্রীলোক এবং 1 জন বালক কতদিনে শেষ করবে?

18. তিনটি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড ও 54 সেকেন্ড পরপর পরিবর্তন হয়। ট্রাফিক সিগন্যাল তিনটির আলো 10 : 15 : 00 AM এ একসঙ্গে পরিবর্তন এর পর আবার কখন একসঙ্গে পরিবর্তিত হবে?

19. A, B ও C একটি যৌথ ব্যবসায়ে কিছু টাকা বিনিয়োগ করে। তাদের বিনিয়োগের সময়ের অনুপাত 2 : 3 : 6 এবং বছর শেষে লভ্যাংশের অনুপাত 4 : 5 : 6 হয় তবে তাদের বিনিয়োগের অনুপাত কত?

20. এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের 1/2 অংশ 20 কিমি/ঘণ্টা বেগে, 1/3 অংশ 10 কিমি/ঘণ্টা বেগে এবং বাকি অংশ 40 কিমি/ঘণ্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত?

21. 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি/ঘণ্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত?

22. নিচের সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য?

23. যদি 97251*6 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে '*' এর স্থানে কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা বসবে?

24. কোনো পরীক্ষায় 40% ছাত্র ইংরেজিতে, 30% অঙ্কে এবং 15% উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে। তবে সফল ছাত্রদের হার হল-

25. 2010 সালের 26 শে জানুয়ারি কি বার ছিল?

26. চিনির মূল্য 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 90 টাকায় আগের থেকে 1 কেজি চিনি বেশি কিনতে পারেন। চিনির পূর্বমূল্য কত?

27. এক অসাধু দোকানদার জাল বাটখারা ব্যবহার করে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছে 20% লাভ করেন। তাহলে ওই দোকানদারের শতকরা লাভ কত?

28. একটি চৌবাচ্চার সাথে দুটি পাইপ যুক্ত আছে। প্রথম পাইপটি 18 মিনিটে ফাঁকা চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং দ্বিতীয় পাইপটি 12 মিনিটে পূর্ণ চৌবাচ্চা খালি করতে পারে। চৌবাচ্চাটি যখন অর্ধেক জলপূর্ণ তখন দুটি পাইপ একসঙ্গে খুলে দেওয়া হল। কত সময়ে চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি অথবা খালি হবে?

29. A, B ও C তিনটি সংখ্যা এমন যে A এর 2/3 অংশ = B এর 75% = C এর 1.5। তাহলে A : B : C = কত?

30. ঘড়িতে 9 : 30 সময় হলে ঘড়ির কাঁটা দুটির মধ্যে কোণ কত হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *