Welcome to your Math Test Set 15
1. 81×82×83×………×89 এই গুনফলে একক স্থানের অঙ্ক কত?
2. নিম্নলিখিত কোন সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য?
3. দুই অঙ্কের কোন সংখ্যা এবং সংখ্যাটির অংকদ্বয় স্থান পরিবর্তন করে প্রাপ্ত সংখ্যার বিয়োগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য?
4. (x-3) দ্বারা (x^3-6x^2+9x-8) কে ভাগ করলে ভাগশেষ কত হবে?
5. 10 টি পেনের ক্রয়মূল্য 8টি বিক্রয়মূল্য পেনের হলে শতকরা লাভ কত?
6. 88 বর্গসেমি ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের মধ্যে অঙ্কিত সবচেয়ে বড়ো মাপের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে?
8. কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে?
Hint
9. একটি বাগানে যতগুলি সারি আছে, প্রতি সারিতে তত গুলি গাছ আছে। বাগানে মোট গাছের সংখ্যা 5776 হলে মোট কতগুলি সারি আছে?
10. ভাগফল 702, অবশিষ্ট 24, আর ভাজক এই উভয়ের সমষ্টি অপেক্ষা 7 বেশি; ভাজ্য কত?
12. 3,4,5,6,8 দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণ বর্গ সংখ্যা কত?
13. দুপুর 12টায় একটি ঘড়ি চালানো শুরু করা হল। 5টা বেজে 10 মিনিটে, ঘণ্টার কাটা দ্বারা সৃষ্ট কোণের মান কত?
14. পাঁচটি সংখ্যার গড় 18. যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয় তাহলে গড় হয় 16. বাদ দেওয়া সংখ্যাটি কত?
15. 2 : 3, 4 : 5, এবং 6 : x এর যৌগিক অনুপাত 2 : 5 হলে x এর মান কত?
16. একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ 16√2 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
17. যদি একটি সংখ্যা ও তার বর্গের যোগফল 182 হয়, তবে সংখ্যাটি হয়
18. যদি 4 জন কর্মী 42 টা খেলনা 6 দিনে তৈরি করতে পারে, তবে 24 জন কর্মী 42 টা খেলনা কত দিনে তৈরি করবে?
19. একটি বৃত্তস্থ চতুর্ভুজের ক্রমিক তিনটি কোণের অনুপাত 1 : 2 : 3 হলে দ্বিতীয় কোণের সাথে চতুর্থ কোণের অনুপাত কত হবে?
20. দুটি সংখ্যার যোগফল 10 এবং গুণফল 20 হলে সংখ্যাদুটির অন্যোন্যকদ্বয়ের যোগফল কত?
Good
Good