Math Mock Test In Bangla

তুমি কি অঙ্ককে ভয় পাও

একজন গণিতের শিক্ষক হিসেবে আমি লক্ষ করেছি যে অনেক ছাত্র ছাত্রীর কাছেই অংক একটি জটিল ও ভীতির বিষয়। এর কারন অনুসন্ধান করতে গিয়ে আমি যা বুঝেছি তা হল- বেশিরভাগ ছাত্র ছাত্রীর প্রাথমিক ধরনার ঘাটতি থেকে যায়। আর গণিতের ক্ষেত্রে পূর্বের ধরনার ওপর ভিত্তি করেই পরবর্তী ধারণা গড়ে ওঠে। এখন কারও যদি প্রাথমিক ধরনার ঘাটতি থেকে যায়, তাহলে তার পরবর্তী ধারণা গড়ে ওঠে না। এভাবেই তার কাছে গণিত ক্রমশ জটিল থেকে জটিলতর হয়ে ওঠে। একসময় সে গণিত কে ভয় পেতে শুরু করে এবং তা এড়িয়ে চলে। অনেকের ক্ষেত্রে দেখেছি সমস্যা সমাধানের যুক্তি তার আছে কিন্তু হিসেবের জতিলতা তার তার কাছে ভয়ের। কার ক্ষেত্রে পাটিগণিতে সমস্যা নেই কিন্তু বীজগণিত ভয় লাগে। কারও আবার জ্যামিতি। আর এদের সবার ক্ষেত্রে যে ব্যাপারটা আমি লক্ষ্য করেছি তা হল এদের ঐ বিষয়ের শুরুটা ভালো ছিল না। একটা আবছা ধরনা নিয়ে অংক শুরু। কখনো কখনো তা শুরু হত খাতায় সুত্র লিখে তা মুখস্থ করে। কিছু বোঝার বা বুঝে নেওয়ার কোন সুযোগ তারা পায়নি।

আমার বিশ্বাস যদি কোন ছাত্র বা ছাত্রী সঠিক ভাবে প্রাথমিক ধারণা নিয়ে, গণিতের মুল তত্ত্বের সঠিক ধারণা নিয়ে অংক শেখে তাহলে সে অবশ্যই অঙ্ককে ভালবাসবে। আমরা এখানে গণিতের প্রাথমিক থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত বিষয় বোধগম্য, সহজ ও সরল ভাষায় তুলে ধরব। আশাকরি যা অনেকের ভীতি দূর করতে সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *